তরুণ শক্তি (শেষ পর্ব)
সোলাইমান।
..............................
তরুণরাই গড়তে পারে,
তরুণরাই মহাপ্রলয়ের রূপ নিতে জানে।
তরুণদের প্রতিধ্বনি শুনতে পাই বহু দূর,
তরুণরাই প্রতিবাদ করে ক্ষান্ত হয় না।
সত্য- ন্যয়ের দিক নির্দেশনায় যায় বহু বার।
সমাজ সংসারে তরুণ্যের শক্তি,
তরুণরাই দিতে পারে জয়ের মুকুট।
ক্লান্তিহীন তরুণদের উৎসাহ,
মৃত্যু তাদের মুষ্টিতলে,
জাতির আশা আকাঙ্ক্ষা পুরোটা জুড়ে।
সমুদ্রের শক্তিশালী ঢেউ ও প্রবল বাতাস,
থেমে যায় তরুণদের আগমনে।
শত বাঁধা বিপত্তি সত্ত্বেও,
তরুণদের জয় রুখতে নেই কার সাধ্য।
যুগে যুগে তরুণেরা অত্যচারীদের,
অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বিষ দাঁত উপড়ে ফেলে।
তরুণদের পদচিহ্ন আজ,
হিমালয় পর্বত শৃঙ্গি জয়।
আমাজানের গহীন জঙ্গলে তরুণদের পদ চিহ্ন।
ইতিহাসের লড়াই গুলো, শোনালে আজ,
তরুণের হুংকার কর্ণে কুহরে কম্পন তোলে।