নতুন আশা
সোলাইমান
-----------------------------------
প্রিয়া ও সোনা চলে কেন যাস,
আজ একটু ভালো বাস।
তোরে নিয়ে ঘর সাজাবো,
পাড়ি দিবো দেশ-বিদেশ।
তোরে দেখলে শিহরন জাগে,
তুই যে রুপের রানি, জিন ও পরি
আমার কথা মান।
তোমায় দেখিয়া হইছি পাগল,
তুই জীবন, জান ও বন্দেগী।
তোরে নিয়া ঘুরতে যাবো,
তুই কি জানোস না।
তোরে নিয়া স্বপ্নদেখি,
তুই কি বুজোছ না।
তোর বাঁকা কথায় মন বুজেছে,
তোকে যে আমি চাই।
একা একা না চলে এক সঙ্গে যাই,
মাতাল হাওয়ায় শরিল দেখিয়া,
মন ও অন্তর ফেঁসেছে।
উতাল-পাতাল ভালোবাসায়,
মন ও অন্তর বেঁকেছে।
রাইখা দিবো বুকের মাঝে,
আদর,সোহাগ যতনে।
সুখ যে পাবি বুকের মাঝে,
প্রেমের কথা ছিলো গোপনে।
চলে আয় একটু আড়ালে,
নতুন আশা বেঁধেছি বুকে।