উড়ান্ত মন দিয়ে যাও না একটি কলম,
লিখবো একটি দেশের ছড়া,
আমার বাংলা মা'কে নিয়ে।
চাঁদিনী রাতের আলো,
দাও এই আমার মুঠো।
মুছে নিবো সব মা'য়ের বেদনা।
বকুল -শিমুল বলি সব যে ফুল,
কিছু সুভাষ যাও না আমায় দিয়ে,
বাংলা মা'য়ের কোমল হাসি দিবো ছড়িয়ে।
মেঘগুলো যাও কোথায় হারিয়ে।
সন্ধ্যাকালে গোলাপের মত সাজিয়ে।
তুমি বন্ধু ভেবে কিছুটা গোলাপ দেওনা আমার হাতে।
দেখবো একটা কোমল হাসি,
মা'য়ের হাতে দিয়ে।