আমার সব ভাবনা
সোলাইমান
:'":'":'":'":'":'":'":'":'":'":'":
আমার সব ভাবনা,
যুক্ত করি কবিতায়।
চাই না লম্বাংশ , চাই না রুপ!
হাসি খুসি সকাল -দুপুর।
শিশির তোমায় বলি,
থাকবে নাকি আমার ভাবনায়।
দুঃখ -কষ্ট ভুলিয়ে দিবে,
সকাল যখনি হবে।
হাসি খুসি মুখটা আমি,
দেখি কদম্ববৃক্ষের তলায়।
কদমফুলের পাপড়ি দিয়ে,
সাজাই আমার জীবন।
তুমি আমার না বলা ভাবনা,
একটি কদম আমার হাতে,
নিয়ে যাই বারে বারে,
তোমার দেখা আর কেন পাই না।
মনের মত মুখ, হরিনের মতো চোখটা।
আমায় দেখে কেন দিতে এত ঘোমটা।
বলে যাই আমার সব ভাবনা।
সাদা সিদা মনটা ছিল,
একটি কদমফুলের মত।
চুলগুলো ছিল যেন কদমফুলের পাপড়ি।
হাত-পায়ের আঙ্গুলগুলো মন কেড়ে নিল।
কুয়াশায় ঘেরা, শিশিরজলে ভেজা !
হাত দিয়ে একটি কদমফুল ধরা।