কোনটা আগে খোলা উচিত, কোনটা খুলব পরে?
আমার চেয়ে কী বেশি বুঝ, বসছো এই চেয়ারে?


কত বার লকডাউন দিলাম - ছিলা কী কেউ ঘরে?
অকারণে ঘুরে বেড়াও - গ্রাম থেকে শহরে।


লকডাউন দিলেই না কি - না খেয়ে যাও মরে,
দোকানপাট সব খুলে দিলাম তোমাদের অত্যাচারে।


স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করে
করোনায় আক্রান্ত হয়ে দোষ দাও ক্যান আমারে?


গত ঈদে সব বন্ধ রাখলাম, বললাম থাইকো ঘরে
সবাই তো ঠিকই বাড়িতে গেলা - গাদাগাদি করে।


এই ঈদে তাই খুলেই দিলাম - বাড়ি থেকে আসো ঘুরে
এখন আমারে দোষ দিচ্ছ, ঈদের পরদিন না ফিরে।


খুলি কিংবা বন্ধ করি - দোষারোপ করো মোরে,
আমাকে কিছু বলার আগে, প্রশ্ন করো নিজেরে।


হায়রে,
খুলেছে তো অনেক কিছুই, আগে কিংবা পরে
ব্রেইনটাই শুধু খোলা বাকি এই ভব-সংসারে।