ওরে ওরে রামা বামা, এলো নাকী পূজা ?
এখন থেকেই শুরু করেছিস পূজোর সাজা-গোজা ?
পূজোয় কিনলি অনেক জামা, পরবি কটা রোজ ?
সেই কয়দিন জমিয়ে নিশ্চয়ই করবি মহাভোজ ।
কাশফুল আর শিউলি ফুল জানান দিচ্ছে পূজা
তোরা সবাই প্যাণ্ডেলে ঘুরে করবি কত মজা ।
দুর্গা দুর্গা করে তোরা ঘুম তুলেছিস মাথায়,
ডি.এস.এল.আরে তুলে ফটো ঘুরবি তোরা রাস্তায়।
খেতে দিবি মাটির দেবীকে কতই না খাবার
আরো সব দুর্গারা অধিকারী পাবার ।
নারী বেশে দুর্গারা আজ করেছে আত্ম-গোপন
দুর্গারা আজ অভিমানীনি, করেনি কেউ আপন ।
বিবস্ত্র কেউ নখের আঁচড়ে, কেউ বা চোখের আঁড়ে,
কোনো কোনো দুর্গা আবার মুখ লুকিয়ে ঘোরে ।
কোনো দুর্গা পায় না খেতে, না খেতে পেয়ে মরে ।
নারী রূপে আমার দুর্গা তোমার দুর্গা গড়ে ।
লেখার সময় - 6.9.2017