অমর-প্রেম
সোমা বিশ্বাস
---------------------
বনভূমির সাথে প্রেম হলো এক পাহাড়ের ।
আমি চুপিচুপি দেখতে পেলাম তাদের,
প্রতিদিন তাদের দেখতাম গোপনে ।
সর্বদা তারা মনের খেয়ালে প্রণয় করতে ব্যস্ত ।


পাহাড়ের কাছে বনভূমি কত শান্ত-স্থির !
বাতাস আবার পাহাড়কে খুব ভালোবাসে
আর মেঘ ভালোবাসে বনভূমিকে...


যখন বাতাস আসে পাহাড়কে দেখতে,
বনভূমি মাথা নেড়ে বলে, "তুমি এসো না, চলে যাও, চলে যাও ।"


মেঘ যখন আসে বনভূমিকে দেখতে আর উপহার দিয়ে যায় বৃষ্টি
তখন পাহাড় অনবরত কাঁদে ।
শুধু কেঁদেই যায় ।


আজও পাহাড় আর বনভূমি অমর-সঙ্গী ।
আজও তাদের প্রেম আদর্শ... অমর.


আমি কে ?
আমি সময়....