বাবা - ২
       সোমা বিশ্বাস


ছেলে-মেয়ে ভুল করলে বাবা শাসন করে
তিরস্কার-বকাঝকা, তারপর আবার বুকে টেনে নেয় ।
বাবা অন্যায় করলে সন্তানরা কেন পারেনা ক্ষমা করতে ?
কেন বাবার স্থান আস্তাকূঁড়ে হয়ে যায় ?
যে বাবা সন্তানের চোখে থাকেন আদর্শ
সন্তানের হৃদয় ভঙ্গুর হলে বিশ্বাসঘাতকতায়
সন্তানরাও বেপথগামী, ভুল পথের শিকার
বাবাকে চিরকাল তারা ত্রুটিহীন দেখতে চায় ।