দ্বন্দ্ব
সোমা বিশ্বাস


দ্বন্দ্ব করিস নবীন প্রবীণে,
সেটা কী করে হয় ?
ঊষা যদি বন্ধ ডাকে ,
দিন তো হবার নয় ।
প্রবীণ যদি না থাকতো,
নবীন আসতো কী ?
আগামী প্রজন্ম আনবে নবীন
ভেবে দেখেছো কী ?
ওরে নবীন ওরে কাঁচা
তোরা যে আম্রমুকুল
প্রবীণ সমাজ শুধরে দাও
করে যদি ভুল ।
লড়াই থামাও শঙ্খ বাজাও
যুদ্ধ জেতার নয় ।
যারই হোক পরাজয়,
সমাজেরই অবক্ষয় । #সোমা