ফাঁস
সোমা বিশ্বাস


তোমার আমার কথার ভাঁজের মারপ্যাঁচে এক লাজ।
চুপটি করে মুখচোরা সে, ভীষণ লাজুক আজ।
চুপি চুপি ভাসছিলো সে, প্রেমের নাওয়ে চড়ে,
চুরির কথা জানলো সবাই, লুকোলো ধরা পড়ে।
জানতো কী সে, ছড়িয়ে যাবে, ভালোবাসার সুবাস?
দুই ফুলপরী তাকেই ছিল, ঠিকই পেলো আভাস।
কী করবে জলপরীটা, চিনে ফেললো সবাই?
ভীনপ্রদেশে ছিল ভালোই, এখন যাবে কোথায়?
এই ভেবে সে লজ্জারাঙা, মুখে ঢাকলো আঁচল।
ফুলপরীদ্বয় বুদ্ধিমতী, ভ্রমর চোখে কাজল।
ভালোবাসার গল্পগুলো প্রকাশ ঠিকই হয়
যতই তুমি গোপন করো, ধরা পড়ার ভয়।
দুধপুকুরে ছদ্মবেশে খেলছে জোড়া হাঁস
ফুলপরীদের গোয়েন্দাতে সম্পর্ক ফাঁস।


রচনা - ২২ মার্চ ২০২০, শ্রীরামপুর