ঘুড়ি
সোমা বিশ্বাস


ঘুড়ির কাজ ঘুড়ি করেছে
       ছিঁড়েছে তার বাঁধন,
ঘুড়ি - সে তো কারো নয়
       ঘুড়ির নেই আপন ।
আকাশে ঘোরে তাই ঘুড়ি নাম
       ঘুড়ির হয় না স্বজন,
ঘুড়িকে সবাই বাঁধতে চায়
      মুক্ত করে ক'জন ?


ঘুড়ির কাজ ঘুড়ি করেছে
      উড়েছে নীল দিগন্তে,
সুতো ছিঁড়েছে, ভেসেছে হাওয়ায়,
      কেঁদেছে সে একান্তে ।
কেউ বোঝেনি, তাই বেঁধেছে 
      মাঞ্জা দেওয়া সুতোয়
বাঁধন শৃঙ্খল কে পড়ে পায়,
     ছিঁড়েছে বাঁধন ছুতোয় ।


ঘুড়ির কাজ ঘুড়ি করেছে
      করেছে প্রতিবাদ,
আপন বলে ভাবলে কেউ
       করতো না আঘাত ।
দাসত্বের শৃঙ্খল বানিয়ে কেউ
       পরাতো না পায়ে বেড়ি,
ঘুড়ির কাজ ঘোরাঘুরি
       তাই তার নাম ঘুড়ি ।