জীবন পিছু ডাকে
সোমা বিশ্বাস


জীবন পিছু ডাকে
       মরা নদীর বাঁকে
ঘুম দেশের পাড়ানিয়া গান
       বাজে শাঁখে শাঁখে ।
উতাল নদী ছন্দে নাচে
      কে আর আমায় দ্যাখে ?
ঢেউয়ের সুরে সুর মিলাই
      ভাঙন নদীর বুকে ।
জীবন পিছু ডাকে ।


জ্যান্ত মাছে লাফ দিয়ে যায়
       কাঁচের পাত্র থেকে,
সেই যেখানে নদীর স্রোত
      মিলায় ঝর্ণা মুখে ।
সন্ধ্যা প্রদীপ জ্বলছে মিঠি
      গঙ্গা নদীর কাঁখে,
এলোকেশী গাঁয়ের বঁধু
      চলছে পথের বাঁকে
শান্ত বুকে বাজনা বাজে
     যখন প্রিয় ডাকে ।
জীবন পিছু ডাকে ।


আয়রে ছেলে, আয়রে মেয়ে,
      কে থামিয়ে রাখে ?
ঝড় উঠেছে প্রতিভাতে,
      মুখ ঢেকে কে রাখে ?
তৈরী হয়ে স্কুলেতে যা,
      বই রাখ্ তোর ব্যাগে ।
হাতে তুলে নে খাতা-কলম,
      তুলি যে রঙ মাখে ।
দাবানলের রঙ ছড়া তুই
      অস্ত্যরাগের ফাঁকে,
আঁধারেতে আলোর দিশা,
       কেউ কি বেঁধে রাখে ?
জীবন পিছু ডাকে ।


সুখের মোহে পড়ে সবাই
      বেঁধে রাখি যাকে,
অসময়ে ছিটকে যাবেই
      সময় যে দাম হাঁকে ।
'প্রতিভা' যে আলোর মতন
      বিকোয় লাখে-লাখে,
পুরানো যে স্বর্ণ সম,
       দুঃখেতে সুখ থাকে ।
জীবন পিছু ডাকে ।
        জীবন পিছু ডাকে ।।


রচনা : ১০ মার্চ ২০১৮