আমি কবি নই ।
আমাকে কেউ কবি বলো না ।
সারা জীবনে মাত্র পাঁচটি কবি সভাতে
                       অংশগ্রহণ করেছি ।
কবি হলে অসংখ্য কবি সভাতে উপস্থিত হতে হয় ।
আমাকে কেউ কবি বলো না, প্লিজ ।
আমি কোন কবি সভায় উপস্থিত হতে পারি না ।
জানো না, কবি হলে বইমেলাতে যেতে হয় ।
খবরের কাগজে ছবি থাকতে হয় ।
টিভির পর্দায় , খবরের চ্যানেলে......
কবি বলে আর ব্যঙ্গ বিদ্রুপ করো না ।
আসলে সবাই সবার জীবনে খুব ব্যস্ত ।
সবাই ভুলে গেছে, আমি মানুষ ।
আমার আবেগ আছে , স্বপ্ন আছে ,
             বেঁচে থাকার আশা আছে ।
সবাই ভুলে গেছে , আমি ও মানুষ ।
             রক্তমাংসে গড়া......
তাই আর কবি নই, কবিতা হতে চাই । #সোমা