কবিতা : মানবতা তুমি কার ?
লেখা : সোমা বিশ্বাস
---------------------------
হণ্যে হয়ে জানতে চাই, "মানবতা তুমি কার ?"
মানবতা কি শুধুই স্বার্থপরের না তোমার বা আমার ?
দূরবীণ নিয়ে খুঁজছি তবু মানবতাকে পাই না ।
আস্তাকূঁড়েতে মরছে পচে, কেউ মানবতা চাই না ।
মুখে বলি বড়ো কথা, দিই অনেক ভাষণ,
অন্যায় করতে কাউকে দেখলে করতে যাই শাসন ।
বৃদ্ধা মা না খেতে পেয়ে বিছানায় শয্যাগতা
রেস্টুরেন্ট ছাড়া খাই না খাবার ভুলে মায়ের কথা ।
বৃদ্ধ বাবা কাঁদছে ঘরে, ভুলে যাই বাবার কথা,
জন্ম দিলো, মানুষ করলো, বুঝি না বাবার ব্যথা ।
পাশের বাড়ির শিশুটা যখন না খেতে পেয়ে মরে
পকেটে থাকে নোটের থোকা, দেখেও যাই সরে ।
তারপরও বলি আমরা সবাই, "মানবতা তুমি কার ?"
ভুলে যাই - "মানুষ মানুষের তরে, মানবতা সবার ।"
রচনা - শ্রীরামপুর / ২২.১.২০১৭