ওরা কাজ করে
সোমা বিশ্বাস (সুমি)
ওরা কাজ করে পেটের দায়ে,
বিন্দু বিন্দু মাথার ঘাম ফেলে পায়ে ।
ওদের প্রত্যেকদিন করতে হয় পরিশ্রম...
কখনো ইটের বোঝা বইতে হয়,
কখনো মাথায় ঝুরি বয়,
দিনান্তে পেটে পড়ে কিছু দানা,
ওরা কাজ করে জোটাতে খানা ।
ওদের কোনো ঘর নেই, নেই আশ্রয়
যখন যেখানে পায় নেয় আশ্রয় ।
নেই কোনো ডর, নেই ভয় ।
ওদের একটাই লক্ষ্য, পেটপুজো করা ।
ওরা জানে না, কাকে বলে বাঁচা, কাকে মরা !
ওদেরও পরিবার আছে, আছে সংসার,
ছোটো ছোটো ছেলে-মেয়েরাও করে রোজগার ।
সকাল থেকে করে ওরা বিভিন্ন কাজ,
জীর্ণ পোষাকে ঢাকা দেয় নিজের লাজ ।
জানে না, কাকে বলে শিক্ষার মাহাত্ম্য ?
শুধু টাকার হিসাব পারে, পারে না তর্ক ।
ওরা জানে, ওরা শিক্ষার থেকে শতদূরে,
জীবন ওদের শিখিয়েছে কাজ, ওরা কাজ করে ।
-------------------------
শ্রীরামপুর, সময়- 31.3.2017