প্রায় প্রত্যেকটা কবির জীবনে একজন কল্পনার প্রেমিকা থাকে । যেমন - কবি জীবনানন্দ দাস লিখিত বনলতা সেন, কবি জয় গোস্বামী রচিত "পাগলী তোমার সঙ্গে" ইত্যাদি । আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "সাধারণ মেয়ে" কবিতার মত 'আমি তো একজন অতি সাধারণ একটা মেয়ে' ।  আমার কল্পনার নায়িকার মনের  পুরুষটার নাম পাগলা, যা আর পাঁচটা মেয়ের ও কল্পনা । সেই কল্পনার রঙ দিয়ে আমার কবিতা গুলো সাজাতে চাই । কেমন হবে মতামত জানাবেন ।


১)


পাগলা তোমাকে চাই - ১
ভালোবাসি তোমাকে
সোমা বিশ্বাস
-----------------------
জানো পাগলা, আজকাল আমার কবিতারা আসে না ।
আজকাল মনের ভাবনারা আমার 'পরে রেগে আছে ।
কবিতারা ভীষণ ভীষণ নারাজ ।
তোমাকে তাদের চেয়েও বেশি ভালোবাসি বলে,
কতো ডাকি কবিতাদের, কাছে আসে না ।
বলে, "আমি নাকি তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই ।"
তুমিও মাঝে মাঝে বলে ফেলো,
"পাগলী, তোমার কী মনে হয়,
       তুমি সত্যিই বড় কবি হতে পারবে ?"
আমি বলি, "আমি কবিতাদের খুব ভালোবাসি,
তার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি ।
পাগলা, তোমাকেই চাই..."


২)


পাগলা তোমাকে চাই - ২(সিরিজ)
চিঠি
সোমা বিশ্বাস
-------------------------
কী লিখি তোমায় ?
একটা চিঠি লিখবো,
যে চিঠিতে থাকবে হৃদয় উজার করা বুক ভরা ভালোবাসা ।
যে চিঠিতে থাকবে আমার বিরহ মেশানো অজস্র চুম্বন ।
তুমি পাবে তো চিঠিটা ?
আমি চিঠিটা লিখে আকাশে উড়িয়ে দেবো,
বা নদীতে ভাসিয়ে দেবো ।
তুমি পাবে তো ?
চিঠিটা তুমি পাবে তো ?
চিঠিটা পাখি হয়ে উড়ে যাবে তোমার কাছে
সাত-সমুদ্র তেরো নদী পেরিয়ে
আর তোমাকে দিয়ে আসবে উষ্ণ আলিঙ্গন ।
তুমি পাবে তো ?
পাবে তো আমার হৃদস্পন্দন শুনতে ?
চিঠিটা যদি জলে ভাসিয়ে দিই,
নৌকা হয়ে ভেসে যাবে নদী বেয়ে কোন সাগরে
আর তীরে গিয়ে ঠেকবে কোন হ্রদ বা দ্বীপের ।
তুমি পাবে তো ?
পাবে তো চিঠিটা ?
ওই শোনো,
প্রত্যেকটা চিঠি চীৎকার করে বলছে -
"শুধু তোমাকে, তোমাকেই ভালোবাসি ।
বেঁচে থেকে তোমার অপেক্ষায় আছি ।
পাগলা তোমাকে  চাই । "


৩)


পাগলা তোমাকে চাই - ৩ (সিরিজ)
পাগলির প্রলাপ
-------- ( সোমা বিশ্বাস )


তুমি কী আমার পাগল হবে ?
যখন যা ইচ্ছা হবে, দু'জনে তাই করবো ।
ইচ্ছে যদি হয়, দু'জনে মাঝরাতে ঘুরতে চলে যাবো ।
ইচ্ছে যদি হয়, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজবো ।
ইচ্ছে যদি হয়, দু'জনে সারাদিন ঝগড়া-ঝাঁটি মারা-মারি করবো ।
তুমি কী আমার পাগল হবে ?
দু'জন মিলে চূড়ান্ত পাগলামো করবো ।
লোকে দেখে বলবে, "দেখো, স্বামী-স্ত্রী দু'জনেই পাগল, পাগলের সংসার......
তুমি কী আমার পাগল হবে ?
যে পাগলামির কোন সীমা থাকবে না ।
যে পাগলামোর কোন উৎস থাকবে না, কারণ থাকবে না ।
পাগলের মত দু'জন দু'জনকে ভালোবাসবো ।
ইচ্ছে হলে, দু'জনে শীতকালে আইসক্রিম খাবো ।
ইচ্ছে হলে, গরমকালে কাঠ জ্বালিয়ে আগুন পোহাবো ।
ইচ্ছে হলে, ইচ্ছেগুলোতে ডানা লাগিয়ে উড়ে যাবো ।
তুমি কী আমার পাগল হবে ?
আমার একমাত্র পাগল .......


রচনা - ১৬ মে, ২০১৮ , কোন্নগর পানিহাটি


৪)


পাগলা তোমাকে চাই - ৪ (সিরিজ)
সকাল, তোমাকে নিয়ে....
সোমা বিশ্বাস
একটা কবিতা লিখবো তোমাকে নিয়ে বুঝলে সকাল ?
সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি তোমার
তারপর তোমার কল্পনায় ডুব দিই কল্পনার চরে ।
রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখি, তুমি রক্তিম সূর্যের মত দীপ্তিময়,...
অথচ সকালে কিরণ হয়ে আমাকে আলিঙ্গন করো ।
তোমাকে নিয়ে একটা গল্প লিখবো বুঝলে সকাল !
যে গল্পে থাকবে আমাদের ভালোবাসার স্মৃতি
যেখানে প্রেমিক যুগল এসে হারিয়ে যাবে কল্পনায়
যাদের কাছে আমরা হবো প্রেমের দেব-দেবী
আমাদের গল্প শুনে তারা একে অপরকে আরো ভালোবেসে ফেলবে
আরো নিবিড় ভাবে জাপটে ধরবে ।
তোমাকে নিয়ে একটা উপন্যাস লিখবো
তুমি সূর্য হয়ে এসে আলোর দিশা দেখিয়েছো
রাত্রির অবসান হতে ধৈর্হ্য শিখিয়েছো ।
তোমাকে খুব ভালোবাসি, সকাল আমার
কখনো হারিয়ে যেও না....


৫)


পাগলা তোমাকে চাই - ৫ (সিরিজ)
তুমি আমার মহাকাশ
সোমা বিশ্বাস
তুমি আমার মহাকাশ যেখানে সূর্য ওঠে রক্তিম আভায়,
যেখানে তারারা এক সুরে গান গায়,
যেখানে ধূম কেতু পাশ কাটিয়ে চলে যায়,
যেখানে জ্যোতিষ্করা হাত ধরে সমবেদনায় ।
তুমি সেই মহাকাশ যেখানে কবিতারা জন্ম নেয়,
যেখানে ছন্দেরা মুখ লুকোয়,
যেখানে অলঙ্কার বাজনা বাজায়,
যেখানে বিরাম চিহ্ন বিরতি চায় ।
তুমি সেই মহাকাশ যেখানে ভাবনারা শেষ হয়,
যেখানে শুধু শান্তি, নেই কোন ভয় ।
কাঁটারা লজ্জায় নিজেকে ঢাকা দেয়,
ফুলেরা হাসিমুখে দোলা দিয়ে যায়।
তুমি সেই মহাকাশ, তুমি সেই মহাকাশ ।