মায়ের সাথে গঙ্গার ঘাটে ঘুরতে গেছিলাম । সেখানে একজোড়া বসন্তসাজে কাপলকে দেখে প্রেমের কবিতা লিখেছিলাম । কবিতাটি "পাগলা তোমাকে চাই" সিরিজের অন্তর্ভূক্ত করলাম ।


পাগলা তোমাকে চাই - ৩ (সিরিজ)
পাগলির প্রলাপ
-------- ( সোমা বিশ্বাস )


তুমি কী আমার পাগল হবে ?
যখন যা ইচ্ছা হবে, দু'জনে তাই করবো ।
ইচ্ছে যদি হয়, দু'জনে মাঝরাতে ঘুরতে চলে যাবো ।
ইচ্ছে যদি হয়, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজবো ।
ইচ্ছে যদি হয়, দু'জনে সারাদিন ঝগড়া-ঝাঁটি মারা-মারি করবো ।
তুমি কী আমার পাগল হবে ?
দু'জন মিলে চূড়ান্ত পাগলামো করবো ।
লোকে দেখে বলবে, "দেখো, স্বামী-স্ত্রী দু'জনেই পাগল, পাগলের সংসার......
তুমি কী আমার পাগল হবে ?
যে পাগলামির কোন সীমা থাকবে না ।
যে পাগলামোর কোন উৎস থাকবে না, কারণ থাকবে না ।
পাগলের মত দু'জন দু'জনকে ভালোবাসবো ।
ইচ্ছে হলে, দু'জনে শীতকালে আইসক্রিম খাবো ।
ইচ্ছে হলে, গরমকালে কাঠ জ্বালিয়ে আগুন পোহাবো ।
ইচ্ছে হলে, ইচ্ছেগুলোতে ডানা লাগিয়ে উড়ে যাবো ।
তুমি কী আমার পাগল হবে ?
আমার একমাত্র পাগল .......


রচনা - ১৬ মে, ২০১৮ , কোন্নগর পানিহাটি