শিক্ষাত্রী
সোমা বিশ্বাস


আমি অজ্ঞ, শিক্ষা গ্রহণ করতে চাই ।
চারিদিকে দেখি শুধু অজ্ঞানতার খাঁই ।
শিক্ষা জ্ঞানের আলো,
অজ্ঞানতা কালো,
শিক্ষার আলো সর্বত্র ছড়াতে চাই ।


কিন্তু আমি মূর্খ, শিক্ষা পাবো কোথায় ?
সেই আশাতে পা ফেলেছি চোখ চাইছে যেথায়
মানুষ বড় হিংস্র,
নিজেও সে নিঃস্ব,
স্বার্ধান্ধতা অভিযোজন - বাঁচার প্রথম উপায় ।


প্রকৃতি বললো, "জ্ঞান লাভ করবে তুমি এসো ।"
মেঘ বললো, "পরিস্থিতির সাথে তুমি ভাসো ।"
মনটা হোক আকাশ
ছড়াও প্রেমের সুবাস
বাতাস বললো, "অক্সিজেন হয়ে সর্বজনে মেশো ।"


পাহাড় বললো, "ইচ্ছাগুলো সুবিশাল হোক ।"
সূর্য বললো, "ন্যায়ের আলোয় খোলো তোমার চোখ ।
হিংসাকে ডেকো না
আঁধারকে মেখো না,
জেনে রেখো, দিন সুখ, রাত হলো শোক ।"


গাছ বললো, "আমিও প্রাণ, আমাকে মেরো না প্রাণে,
গাছ লাগালে ভালো থাকবে, তুমিও বাঁচবে জানে ।
সাগরের মত হও দানী
জলকে আমরা সরল মানি
বিশ্বাস করো কেবল নিজের চোখ আর কানে ।"


ঝর্ণা বলে, "হাসতে শেখো হৃদয় উজার করে ।"
জোৎস্না বলে, "গুণগুলো পড়ুক তোমার ঝরে ।
বাবা-মাকে ভালোবেসো
দুঃখ ভুলেও মিষ্টি হেসো
জীবিত ঈশ্বর দেখতে পাবে, তাদের মুখের 'পরে ।"


সবার কাছে শিক্ষা পেয়ে হলাম আমি ছাত্রী ।
মানব সন্তান এক, প্রকৃতি ধাত্রী ।
আমি তবুও অজ্ঞ,
করবো শিক্ষাযজ্ঞ,
মানবতার শিক্ষা দিতে হয়েছি এবার যাত্রী ।