সময় - ৩
সোমা বিশ্বাস
মনে হাতুড়ি পেটানোর মত বড় বড় বৃষ্টির ফোঁটা...
কুয়াশা ঘেরা সকালের কাছ থেকে বুদ্ধি ধার নিয়ে
চারপাশের নতুন দুর্ঘটনাকে চোখ দিয়ে স্ক্রিনশট করি ।
কখনো ভাবি, এই সময় টা কী অন্তিম না আধুনিক ?
মানবতা বেচে কেউ আইফোন কিনছে, কেউ বা দু'বেলা পেট ভরছে ।
কেউ বা শখে মানবতাকে প্যাকেটে পুরে সিল করে দু'হাতে বিলোচ্ছে ।
মা-বাবা, ভাই-বোন, পরিবার-পরিজন এখন সময়ের কাছে অতীত ।
টাকা আর স্বার্থ এ-সময়ে ভগবান আর আমরা অ-মানুষ তার কাঠের পুতুল ।
কালকের বিশ্বাস - আজকের ভেঙে যাওয়া স্বপ্ন ।
বড় বিচিত্র এই সময় ।
রচনা - ২৮.২.২০১৮ / শ্রীরামপুর, হুগলী