আমার একটা পৃথিবী-
যার সবটাই তোমাকে নিয়ে।
খুব ছোট্ট!
দু’বছর বয়স যার।
আজও সেখানে কোন প্রাণ রাখতে পারিনি,
শুধু তোমাকে সেখানের বাসিন্দা করব বলে।
কিন্তু তুমি আজ বুঝিয়ে দিলে-
আমার পৃথিবী অনাদরে তৈরী এক স্বপ্ন মাত্র।
আমি মিথ্যে বলছি না
সত্য বলছি কিনা তাও জানি না,
সব বাতাস সব আলো নিরন্তর তোমাকে উৎসর্গ করা
আর যত সব অন্ধকার সব নিতান্তই আমার।


তুমি চাওনি বলে তোমাকে বাধ্য করব
এ আমি নই,
তবে বিধাতার পৃথিবীতে
আমার বেঁচে থাকার অবলম্বন
আমার ঐ ছোট্ট পৃথিবী,
আর পৃথিবীর অবলম্বন শুধুই তুমি।
তাই বেঁচে থাকার তাগিদে বলছি-
“আমার পৃথিবীতে যদিও তাজমহল নেই
তুমি আমি গড়ে নেব তাজমহল সেই,
সেখানে যদি নাও থাকে কোন বৃষ্টির ছোয়া
অশ্রুতে গড়া নদী
তবু সেখানে সবকিছুই হতে পারে
তুমি চাও যদি।”
বেছে নাও প্রিয়
বেছে নাও তোমার ইচ্ছা,
বেছে নাও আমার পৃথিবী।


      রচনাকালঃ ৩০ এপ্রিল, ২০০০খ্রিঃ।