তোমার অস্তাচলে সমুদ্রসফেন,
আমি কিংকর্তব্যবিমূঢ়!
অনবদ্য আহ্বানে হৃদকম্পন,
যেন আবেগের কফিনে শেষ চুম্বন।
বাস্তবতার যাঁতাকলেও প্রণয় ফেনা তুলে বারবার,
ইচ্ছেরাও স্বর্গীয় সুখ পেতে চায়,
স্বর্গীয় স্পর্শে বিমোহিত হতে চায় মন,
যে হৃদয়ের গহীনে কৃষ্ণগহ্বর
তাতে নিমজ্জিত হওয়া কি প্রবঞ্চনা মাত্র?


তোমার ধাবমান রূপে নিরঙ্কুশ বিজয়,
আমি কিংকর্তব্যবিমূঢ়!
অনর্গল দস্যিপনায় রোমাঞ্চিত কল্লোল,
যেন চৌদিকে শুভ্র জান্নাতি হিল্লোল।
ভগ্ন'শার পৃষ্ঠতলে হৃদয়ের তুলকালাম,
আরোহী আবেগও স্থিরবিন্দু খোঁজে পেতে চায়,
প্রবালের লেহনে বিগলিত হতে চায় তনু,
যে হৃদয়ের গহীনে কৃষ্ণগহ্বর
তাতে নিমজ্জিত হওয়া কি কৃচ্ছ্রপূর্ন মাত্র?


তোমার অস্তিত্ব বলয়ে অপ্রমিত সহায়,
আমি কিংকর্তব্যবিমূঢ়!
অবারিত বিসর্জনে অতীত বিস্মরণ,
যেন নিরন্তর প্রণয়ের আকুল আবেদন।
বহ্নিমান চিতা থেকেও উঠে আসে ইচ্ছেবিলাস,
ফানুসে ভর করে আকাশ ছোঁয়ার স্বপ্ন,
তুষার শীতল আলিঙ্গনে আবদ্ধ হতে চায় মন,
যে হৃদয়ের গহীনে কৃষ্ণগহ্বর
তাতে নিমজ্জিত হওয়া কি অসূয়ক মাত্র?