যদি এমন হতো-
কোনো কালে তোমার সাথে দেখা না হতো!
যদি এমন হতো-
আমাদের পরিচয়ের অন্তিম প্রান্তে এসে
থমকে যেতো আমাদের কৌতূহলী স্পন্দন!
তাহলে হয়তো অতো কঠিন হতো না
আমাদের অদ্য চলার পথ।
আমরা থাকতাম মুক্ত আকাশের মুক্ত বিহঙ্গ।
কিন্তু আমাদের দেখা হওয়া-
এবং পরিচয়ের নিঃশেষতাই আমাকে দিয়েছে-
ব্যর্থতার কষ্ট আর তোমাকে দিয়েছে-
কাছে না পাওয়ার কষ্ট।
তবুও তুমি আমি কেউই হয়তো অসুখী নই;
আমরা একে অপরকে পেয়েছিলাম বলে।
তাই কষ্টটাও সবচেয়ে বেশী,
এ প্রেম বড্ড কষ্টের,
এ কষ্ঠ বড্ড আনন্দের।


    রচনাকালঃ ২২ ও ২৩ এপ্রিল, ২০০২ খ্রিঃ।