(পর্ব-আত্মপক্ষ)


ব্যস্ত এই জীবনে
কখনো অবসর
কখনো বা অলস
আবার কখনো বা ক্লান্তি নিয়ে
নিরলস জীবন যাপন;
এইতো শুরু
শেষ কোথায় হবে এই জীবন?
ব্যস্ত এই জীবনে
কখনো ভুলভাল
কখনো সত্য
কখনো বা মিথ্যার পাহাড়;
কখনো অনুশোচনা
কখনো প্রায়শ্চিত্ত
কখনোবা কান্নায় ভেঙে পড়া।


        (পর্ব-সান্ত্বনা)


তুমি নিজেকে অপরাধী মনে করে কেঁদো না
তুমি অনুশোচনা করে প্রায়শ্চিত্তের জন্য কেঁদো না
তুমি কেঁদো না, তুমি কান্নায় ভেঙে পড় না,
মনে রেখো- এইতো জীবন।
একদিন বিতৃষ্ণা হবে
একদিন পালাতে চাইবেই
তবে অন্যদিন উল্লাস-উচ্ছাসে ভরবেই;
তবু মনে রেখো-
সব ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবেই।


       (পর্ব-গঞ্জনা)


এই মাটিতো মাটি নয়
যেন তোমার আস্তানা,
এই মাটিই তোমাকে একদিন ঠিক ছাড়বে না;
এই আলোতো আলো নয়
যেন উৎস তোমার ধাঁধার,
এই আলোও থাকবে না
একদিন তুমি দেখবেই আঁধার।
একদিন শেষ হবেই সব ব্যস্ততা
শুরু হবে তোমার দিন শেষের দিন গোনা;
গননা করতে করতে একদিন থমকে দাঁড়াবেই
সেদিন হিসাব করে দেখবে তুমি এই-
জীবনে অবসরে কাটিয়েছো অলসতায়
তাই জীবনের অবসরে গরমিল পাতায় পাতায়।


        (পর্ব-উপসংহার)


এখন তুমি কাঁদছো অনুশোচনায়
আর মনে করছো-
কত ভুল করেছো মাশুল দিতে বারবার।