আমার বাঁশি জগতজুড়া শুনাইছে সুরেলা,
বাজাই যাহার কালা তাহার যায় শুনে নিরালা।
পিদিম জ্বালি সিদ্ধি মনে সেথায় সিতে ঠাসা,
আঁধারেতে লঘুচেতা মিথ্যে ভালোবাসা।
পেশী আছে শাসনাতীত সমীহ জাগানো,
চূর্ণ করি বাঁশি যত দোসরা বাজানো।
কাহার তরে যাহার তরে করছি আমি খেলা,
ক'দিন পরে ক্রান্তি তাহা গাত্রদাহের শালা।