তুমি কে? তুমি কী?
কোটা সংস্কার?
তুমি এক্ষণি দেখিবে অন্ধকার।
বেশি বাড় বাড়িয়াছ......
ঘাড় ধরিয়া নোয়াবো তোমার মাথা,
দেখি কে আছে তোমার রক্ষক?
আছে সে কোথা?


মগের দেশে তুমি বিড়াল পুষো?
খবরদার! মনে রেখো-
তোমার একটাই কাজ
বসে বসে তুমি আঙ্গুল চুষো।


আমি কে!? আমি কী!?
আমাকে কর না প্রশ্ন
বরদাস্ত হয় না.......
আমি এক চেতনা,
আমি মুক্তিবেগ
আমাকে যে চিনে সে এক যাতনা।


তুমি কি জানো না.......
আমি এক ক্রুর কাঙ্গাল?
মেধা ধুইয়া পানি খাও
রঞ্জন রশ্মিতে মানচিত্র দেখ-
দেখ আমার বিষাক্ত কঙ্কাল।