বাচ্য-অবাচ্যে বলে যে লোকে
প্রেমে ও যুদ্ধে সবই তো ন্যায্য,
না হলে ছলে, যাবে কি বলে?
করো তাহলে এবারে ত্যাজ্য।


দেখো তো ভেবে সততা মনে
করছো কি লুব্ধ, নাকি তা যুদ্ধ?
পাবে যে তফাৎ চকিত নয়নে
যদি না করো চিত্তকে ক্ষুব্ধ।