হলদে পাখি!
তোমাকে দেখেছি-
আমাজানের আদি উৎপত্তিস্থলে,
শায়িত, তারই পাদদেশে
যেখানে পৃথিবীর সব দামি হীরক খন্ড
চক্চক্ করতো পানির কলকল প্রবাহে।


হলদে পাখি!
তোমার দিকে তাকাতেই মনে পড়ে গেল-
কালাহারি মরুভূমির মরীচিকা ভেদ করেও
যেমন দেখেছি রিখ্টার্সভেল্ডের সব উঁচু উঁচু গ্রীবা,
তেমনই তোমার শায়িত অবয়ব- নিখিঁতা।


হলদে পাখি!
দৃষ্টি তোমার দিকে-
মনে হয়, শরীরে,
লাভা গলছে রিখ্টার্সভেল্ডের গ্রীবাগুলো থেকে,
পল্লব-জাঙ্গাল মাড়িয়ে,
রক্তরঙ্গা হয়ে,
নামছে আর নামছে
আমাজানের আদি উৎপত্তির পাদদেশে।


হলদে পাখি!
আমি এসেছি আমাজানের কূল-উপকূল বেয়ে
তারই আদ্যন্ত থেকে আদিতে
শুধু তোমাকে লভিতে।
ছুঁয়ে দেখবো কী তোমায়?
হলদে পাখি!