হলদে পাখি !
তুমি যদি স্পষ্ট হতে চাইতে,
তোমাকে অস্পষ্টতা থেকে মুক্ত করে দিতাম।
নির্লিপ্তভাবে আকাশে উড়তে
আর নিশ্বাস ফেলতে আমার প্রাণে।


তুমি যদি স্বচ্ছ হতে চাইতে,
তোমাকে অস্বচ্ছতা থেকে মুক্ত করে দিতাম।
নিরন্তর ভালবাসতে পারতে
আর কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাতে।


তুমি যদি শুদ্ধ হতে চাইতে,
তোমাকে অশুদ্ধতা থেকে মুক্ত করে দিতাম।
প্রিয় রঙে মন রাঙাতে
আর তৃপ্ত হয়ে আমাকে যোগ্য ভাবতে।


তুমি যদি স্পৃশ্য হতে চাইতে,
তোমাকে অস্পৃশ্যতা থেকে মুক্ত করে দিতাম।
স্পর্শ করে বিমুগ্ধ হতে
আর আমার জন্য শুভকামনা করতে।


তুমি যদি জয়িতা হতে চাইতে,
তোমাকে অজায়িত্ব থেকে মুক্ত করে দিতাম।
সার্থক হয়ে নিঃস্বার্থবান হতে
আর নিরন্তর আমাকে ভালবাসতে।


হলদে পাখি !
চাও কী হতে স্পষ্ট?
হবে কী স্বচ্ছ কিংবা শুদ্ধ?
স্পৃশ্য বা জয়িতা?
আমি ছিলাম, আছি, থাকবো
যতদিন অস্তিত্ব রাখে বিধাতা।