আমি অধিকার আদায়ের জন্য আসবো না,
তোমাকে কষ্ট দিতেও আসবো না,
আসবো না রেখে যাওয়া কোনো ভোগ-সুখ ফেরত চাইতে;
যদি কোনো দিন আসি-
তাহলে বুঝে নিও
এসেছিলাম তোমার স্মৃতিগুলো ফেরত দিতে।
বলো-
সেদিন তুমি উপেক্ষা করবে না আমায়,
একটু স্থান করে দেবে তোমার শুভ্র আঁচলে,
আমি যে তোমার হয়ে থাকতেই এসেছিলাম,
তোমার হয়েই থাকবো আমৃত্যু এই ভুবনে।


     রচনাকালঃ ২৫ ডিসেম্বর, ১৯৯৯খ্রিঃ।