শত হলেও মা যে আমার তুমি,
তোমার ইচ্ছেতে ছাড়তে পারি আমি মাটির ভূমি।
মা যে আমার খুবই ভালো-
পাবো না কোথাও এমন,
আমি হাসলে সেও হাসে
চায় না মানিক রতন।
ভুল করলে দেবেইতো একটু গাল-মন্দ,
তবু আমি হই নাকো তার অবাধ্য।


                   রচনাকালঃ ০৯ জুন, ১৯৯৯ খ্রিঃ।