মানুষ হব কবে
আমি মানুষ হব কবে?
আরো বিদ্যা বুদ্ধি নাকি
আরো রূপসী বা ধনশ্রী হলে??
ধনে আমি কম কী হে
পারে কি কেউ ঠেলে দিতে?
দীনকে ছোটো লোক বলি
এড়িয়ে চলে যাই ঘৃণে।
বিদ্যায় আমি জাহাজ এক
পেরে উঠে কি কেউ তর্কে?
অন্যের দোষ ধরি আমি
দেই না তেল নিজ চক্রে।
ধর্ম শাস্ত্রে পণ্ডিত আমি এক
পিছে ফেলে কেউ কি আমাকে?
উপদেশ বেচি মাহফিলে আমি
টাকা বেধে লই রুমালে।
ডাক্তার আমি মস্ত বড়
ঈশ্বরের চেয়ে কম কিসে?
প্রয়োজনে পরীক্ষা করতে বলি
বেশি দেই বিনা প্রয়োজনে।
উকিল আমি প্রথিতযশা
কেউ কি আছে এমন চালুক?
মিথ্যাকে আমি সত্য বলি
সত্যকে বানিয়ে দেই মিথ্যুক।
আমি নীতিবান অতি প্রজ্ঞাচক্ষু
করতে পারে কি কেউ রোধ?
তিলকে আমি তাল করি
নাই মাত্র এতটুকু মূল্যবোধ।
শিক্ষক আমি নইতো সামান্য
কে শেখায় আমার চেয়ে অত?
বিশেষ পাঠদানের আশে আমি
ফাঁকি দেই শ্রেণি পাঠে যত।
ইঞ্জিনিয়ার আমি তুখড় অতি
আছে আমার মত কারিগর?
পরিকল্পনা আর বুদ্ধি সাঁটি
দুর্নীতি ও আমি মিলে পরস্পর।
রাজনীতিবিদ আমি এক মহান
কে হয় আমার মত সেবক?
ভোটের হিসাবে কষি প্রজাদের
অপ্রয়োজনেই হয়ে উঠি শাসক।
ঠিকাদার আমি খুব নামিদামি
কেউ কি পারে অত কর্মে?
পত্র ও কর্ম চৌকোশে সারি
দোষ আছে নিশ্চিত জন্মে।
ব্যবসায়ী আমি অতি নিষ্ঠাবান
আছে আমার মত তল্লাটে?
পণ্যে আমি করি ভেজাল
ময়লা আমার চরিত্রের মলাটে।
আমি কর্মকর্তা মস্ত বড়
আছে কেউ আর কার্যালয়ে?
ঘুষ খাই নির্লজ্জের মত
স্বাক্ষরে প্রতি ফাইল ছেড়ে।
প্রেমিক আমি দারুণ পুরুষ
আমার মত আছে কি রোমিও?
বউকে আমি করি না মূল্যায়ন
পরনারীকে বেশি করি যদিও।
মানুষ হব কবে আহা
আমি মানুষ হব কবে?
আরো বিদ্যা বুদ্ধি নাকি
আরো রূপসী বা ধনশ্রী হলে??
তুমি প্রভু ওহে দয়াময়
নাই তোমার মতো ত্রিলোকে,
মানুষ করো আমায় মানুষ করো
এবার তো তবে ভূলোকে।