সরচ্চিত্রে মজ্জনরত টাইটানিকের শেষদৃশ্যরূপ উপেক্ষা করোনি নিশ্চয়?
কেমন একটা কাব্যরূপ আছে, তাই না?
ট্রয় নগরীর ঐতিহাসিক ধ্বংসলীলাও সরচ্চিত্রে দেখেছো নিশ্চয়?
সেখানেও একটা কাব্যরূপ আছে, তাই না?
কী অনাসৃষ্টি!
দুনিয়ার তাবৎ বিয়োগেই অন্যমতে একটা সৌন্দর্যতত্ত্ব আছে।
তোমাকে নঞর্থক জবাব দিতে গিয়ে আজ আমি এঁর উদ্দেশ পেলাম।
আমার 'না'কে তোমার স্বীকৃতি দেয়ার প্রকৃতি দেখে হৃদয়নগরেও বিয়োগাত্মক ঘটেছে।
নগরের উদীচী থেকে অবাচী অবধি উপর্যুপরি ইমারত ধ্বস্ত হওয়ার দৃশ্য অনুমান করতে পারো?
তেমনই কিছু ঘটেছে হৃদয়নগরে।
না, কোনো প্রস্ফুরণ নয়,
নয় কোনো বিস্ফোরণ,
কোনো ঘূর্ণবাতও নয়,
নয় কোনো অশনিপাত,
নিতান্তই নিস্তরজ, স্বচ্ছন্দ,
উপর্যুপরি লুটিয়ে গেলো উঁচু উঁচু ইমারতগুলো।