দূরে থাকছে যে মানুষটা তার নিরুত্তর কষ্ট,
কাছের মানুষটা না বুঝার ভানে থাকে তুষ্ট।
বুঝেও না বুঝা চতুর ফাঁকির দোষে দুষ্ট,
মিথ্যে অভিনয় নয়তো সাদর সাহসে নিষ্ঠ।


ঐশ্বরিক স্বেচ্ছা পড়ে রয় চেপে বুকে রুষ্ট,
এতে কী যায় আসে ধূর্ততা সর্বদাই মিষ্ট।
দূরে থাকে যে নাকি কাছের মানুষটার শ্রেষ্ঠ,
প্রসঙ্গ পুঁতা তবে কেন তার কাছে জ্যেষ্ঠ?