নীল জোছনার ভেলায় চড়ে
উড়বে গগন তলে,
ইচ্ছেমতো বিলাস করবে
নিষিক্ত মেঘের জলে।


ভাবনার বশে স্বপ্নের ডাকে
হবে সে দলছুট,
অনন্ত দিগন্তে ছড়িয়ে দেবে
তাহার যতোসব চিরকুট।


সীমান্তের সাথে জুঝবে সে
জুঝারু সে অনিঃশেষ,
মিশে যাবে আভার লগনে
সবখানে অনিমেষ।


প্রজাপতির গায়ে রঙ ছটাবে
রঙে রংরেজ অব্যয়,
শূন্যের সাথে মিলিয়ে ধ্বনি
গাইবে গাথা অক্ষয়।


||রংরেজ'রা আজ প্রায় বিলুপ্তির পথে। এদেরকে টিকিয়ে রাখার আর কোনো উপায় নেই বোধ হয়।||