১.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
প্রকৃতির বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর।
পাঁচ বছরে বদলাবে না কিছুই
বদলাবে না তোমার নাম আমার নাম
বদলাবে না তোমার আর আমার যৌবন
বদলে যাবে হয়তো সন আর তারিখ
বেড়ে যাবে হয়ত আমাদের বয়সটা
তাতে কি-ই-বা এমন আসে-যায়?
পাঁচ বছর!
এমন কি আর সময়?
প্রকৃতির বয়স তো অনেক।


২.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
মোনালিসার বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর।
পাঁচ বছরে বদলাবে না কিছুই
বদলাবে না তোমার চুল তোমার কন্ঠ
বদলাবে না তোমার আমার ভালবাসা
বদলে যাবে হয়তো পুকুর পাড়ের ঐ চালতে গাছটা
হয়ত আরো বড় বড় ডালপালা গজাবে অনেক
তাতে কি-ই-বা এমন আসে-যায়?
পাঁচ বছর!
এমন কি আর সময়?
মোনালিসার বয়স তো অনেক।


৩.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
পৃথিবীর বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর।
পাঁচ বছরে বদলাবে না কিছুই
পাঁচ বছরে হয়তো একটি ছোট্ট শিশু-
হাঁটতে শিখবে, বলতে শিখবে, বুঝতে শিখবে
কিন্তু বদলাবে না তার অস্তিত্ব।
হয়তো কিছু কথা কিছু স্মৃতি অতীত হয়ে যাবে
হয়তো ঘটে যাবে কিছু ঘটন অথবা অঘটন,
তাতে কি-ই-বা এমন আসে যায়?
হৃদয়টাতো থাকবে ঠিক।
পাঁচ বছর!
এমন কি আর সময়?
পৃথিবীর বয়স তো অনেক।


৪.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
আলোর বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর।
পাঁচ বছরে বদলাবে না তেমন কিছুই
পাঁচ বছরে কিছু স্বপ্ন পূরণ হবে
হয়তো কিছু ভেঙে যাবে
তাতে কি-ই-বা এমন আসে-যায়?
তবু স্বপ্নতো স্বপ্নই র’বে,
স্বপ্ন দেখতে ভুলবে না মানুষ; এটাই সত্য।
পাঁচ বছর!
এমন কি আর সময়?
আলোর বয়স তো অনেক।


৫.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
সৃষ্টির বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর।
পাঁচ বছরে বদলাবে না তেমন কিছুই
পাঁচ বছরে কিছু নতুনের আগমন হবে
আর কিছু পুরাতন বিদায় নেবে
হয়তো দেখা মিলবে আরেকটি প্রজন্মের।
তাতে কি-ই-বা এমন আসে-যায়?
তুমি আমি তো থাকবো ঠিক।
পাঁচ বছর!
এমন কি আর সময়?
সৃষ্টির বয়স তো অনেক।


৬.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
রাত্রির বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর।
পাঁচ বছরে বদলাবে না তেমন কিছুই
পাঁচ বছরে হয়তো কোথাও আলো আসবে
আবার হয়তো কোথাও অন্ধকার নেমে আসবে
তাতে কি-ই-বা এমন আসে-যায়?
দিন-রাত্রির তফাৎটা তো থাকবে ঠিক।
পাঁচ বছর!
এমন কি আর সময়?
সৃষ্টির বয়স তো অনেক।


৭.
পাঁচ বছর!
এমন কি আর সময়?
প্রকৃতির বয়স তো অনেক।
পাঁচ বছর!
এমন কি আর সময়!
একটু অপেক্ষা করো
দেখবে কখন শেষ হয়ে গিয়েছে এই পাঁচ বছর;
পাঁচ বছরে বদলাবে না তেমন কিছুই।