আমি মানুষ!
রাস্তায় কয়েকটা জীর্ণ কুত্তা দেখেছি,
আস্তাকুঁড়ে, ছিড়ে ছিড়ে খাচ্ছে
কেড়ে নিয়ে খাচ্ছে, ঘেউ ঘেউ করছে।
আমরাও খাচ্ছি
বিকট শব্দে মানবতা ধ্বংস করছি
গলা চেপে ধরে তার রক্ত চুষে খাচ্ছি;
ওহ্ ! বিভৎস !
আর কত দিন? কত দিন এভাবে টেনে ছিড়ে খাওয়া?
আমি আস্তাকুঁড়ে মানুষের পচা অতীত দেখেছি
দেখেছি পচা ভবিষ্যৎ।
ভবিষ্যৎ ! পচা !
কে বলেছে? কোথায়?
আমি বলেছি। ঐ দেখ-
মাথার উপর লাল লেলিহান, হাতে শাসনতন্ত্র
সব কুত্তার বাচ্চারা;
টেনে, ছিড়ে, ঘেউ ঘেউ করে খাচ্ছে আমাদের ভবিষ্যৎ,
পচা ভবিষ্যৎ।


রচনাকালঃ ২৩/১০/২০০৪ খ্রিঃ।