কাহারো ক্ষেপণে নিয়ত জাগরণে
পার হয়ে যাও দরিয়া,
নীরবে সযতনে শয়নে স্বপনে
আমিও পারি দেই তোমাকে স্মরিয়া।
তুমিতো বলিলে- মরেছি মরেছি
খেলিছো একি খেলিয়া,
লোকে বলে- হায়! হায়!
বদনাম দিলো, বলে পরকীয়া।
তোমার জলে সদা থৈ চুবানি
কেহ নিত্য চুবায় বদন,
আমিও যদি ত্তরসি একটুখানি
ক্ষতি হয় বুঝি সদন?
তোমার কায়ামন্দির নির্মল শুচি
বুঝি, বুঝিয়া ও না বুঝিয়া,
কাহারো জন্য থাকুক, না থাকুক
যদি হয়, হোক না পরকীয়া।