পথ চলেছে পথ চলেছে
পথের গতিতে পথ চলেছে,
কেউ কি পথের শেষ পেয়েছে?


পথ চলেছে পথ চলেছে
শ্যামল গাঁ’য়ের গা’ ঘেঁসে
শ্যাওড়া বনের মধ্যে দিয়ে
নদীর বাঁকে তাল মিলিয়ে।


পথ চলেছে পথ চলেছে
আশানতলার নোয়াব হাটে
রাজাপুরে মামার দেশে
কোথায় পথের শেষ হয়েছে?


পথ চলেছে পথ চলেছে
মাঠের সাথে পথ মিশেছে
নদীর বুকে মিলে গিয়েছে
বৃক্ষ তারে ছায়া দিয়েছে
সবাই তারে ভালোবেসেছে।


পথ চলেছে পথ চলেছে
পথের গতিতে পথ চলেছে
কেউ না তার শেষ পেয়েছে।


            রচনাকালঃ ১৮ অক্টোবর, ২০০৪ খ্রিঃ।