ফেলে রেখে শখের রংতুলি
চলে গেলে তুমি
স্মৃতিগুলো সব ডেকেছে পিছু
তবু তুমিতো ফিরোনি।
শূন্য বেলকোণীটা আরো শূন্য হয়ে
বৃষ্টিতে ভিজে একাএকা
শুধু অনুভব করে তোমাকে
পায় না সে কারো দেখা।
দোলছে সময় দোলছে শখের দোলচেয়ার
না, না, না, চাঁদ নয়
চারপাশে কালো অমানিশা
সে আজো বিরহ সয়।
ক্যানভাসটা খালি পরে আছে
তুলির আচড়ে আর হয় না রঙিন
অপেক্ষা করে আছে তোমার
কবে যে হবে তার সম্মুখীন।
টেবিলে অপেক্ষাগুলো অসমাপ্ত
তুমি ছাড়া হয় না তো শেষ
মুহূর্তগুলো একাকী একেলা
রেখে গেলে সে স্মৃতিময় রেশ।
কাটছে সময় কাঁটছে হৃদয় অবিরাম
প্রতীক্ষার ঝড়ে ক্ষষে যায় অভিমান
শত উপেক্ষা যাতনা সে সয়
যে হৃদয়ে তুমি করেছিলে নির্মাণ।