সন্ধ্যা রাতে ঝুল-বারান্দায় তাকিয়ে আমি দেখি,
আকাশ পানে ঈশান কোণে মায়াবী আভা একি!
অবাক হয়েই তাকিয়ে থাকি মনোমুগ্ধ হব বলে,
উন্মাদ হলাম দিশা হারালাম তোমার মায়ার ছলে।
বুঝিনি তবে হবে পরে রাত জাগানিয়ার বন্ধু,
সন্ধ্যা গড়ায় নিশীথ গড়ায় ঘুম আসেনি কিন্তু।
ঘুম কিভাবে আসবে বলো তোমার মায়াবী আলো,
জড়িয়ে ধরে পারি দেয় আমার হৃদয়ের সাঁকো।
রাত্রি বাড়ে সবই স্তব্ধ তুমিও লাবণ্য বাড়িয়ে,
বিছানা পাতো মনের ঘরে আমাকে নিয়ে হারিয়ে।
রাত গড়িয়ে ভোর হয় আসে আরেক আলো,
টেনে আমায় যায় নিয়ে সে কী আর করি বলো?
নামটি তোমার হয়নি বলা সবাই বলে চন্দ্র,
আমি বলি নামটি তোমার রাত জাগানির তন্ত্র।