যখন কথার পাহাড় দাঁড়ায়
স্বপ্ন দু'টো হাত বাড়ায়,
নিঃস্ব আমি কি আর করি
নিজের সামনে নিজেই দাঁড়াই।
সুখ যখন হাতের মুঠোয়
কথাগুলো সব এলোমেলো,
পাছে ভয়, কোন নষ্টে
কাটবে দিন বহু কষ্টে।
দুঃখ যদি বেশি হবে
একদিন সে মুখ খুলবে,
সবার সাথেই হবে তার
বিনিময়ের হাতবাটা,
তুচ্ছ আর তাচ্ছিল্যে
কপালটা বুঝি তারই কাটা।
নিঃস্ব সবাই হতে চায়
নিঃস্ব হয়ে না,
সবই যদি হারায় তবু
পেতেই হবে তা।
কষ্ট করে কেষ্ট মিলবে
যেভাবে খুশি সেভাবে পাবে
মানবে না তারা একটুও,
তবেই তাদের সুখগুলো
সবই- সবসময়ই নিছক ছোটো।


     রচনাকালঃ ১৭ এপ্রিল, ২০০০খ্রিঃ।