এখনো ভুলিনি আমি ভুলে গেছ তুমি,
হয়ে গেছে এ হৃদয় শূন্যতায় ভরা মরুভুমি।
তবু তোমারই জন্য আমি, তোমারই জন্য র'ব,
আজীবন শুধু তোমাকেই ভালবাসব।


অনেক কিছুই ছিল পাওয়ার তোমারই কাছে,
দিলে না কিছুই সব আশা ছিল মিথ্যে।
একদিন বুঝবে তোমারই ছিল সব ভুল,
সেদিন থাকবে না কিছু, পাবে না কোন কূল।


তবু সমাধিতে এসে কিছু বলে যেও আমায়,
যেন পরকালেও ক্ষমা করে দিতে পারি তোমায়।


               রচনাকালঃ ২২ জুলাই, ১৯৯৯ খ্রিঃ।