আমি হলাম অনিদ্রা,
নিদ্রাদেবী দিয়েছে গো নামটি
ভালোবেসে, ভালবেসে, শুধু ভালোবেসে।
আমার স্বপ্নগুলো প্রজাপতির পাখায় ভর করে আসে গো
আর আমি দু’চোখ দিয়ে উড়াই মনের আকাশে।
কিন্তু! তুমি কে গো?
তোমাকে তো জানা হলো না।


ইচ্ছেগুলো জোছনার জলে ভেসে ভেসে আসে
উঁকি দেয় ভাবনাগুলোকে ভেদ করে,
মনের বিছানায় এদের সবাইকে নিদ্রায় দিয়েছি গো
আর আমি অনিদ্রা, জেগে আছি তাসের ঘরে বসে।
কিন্তু! তুমি কে গো?
তোমাকে তো জানা হলো না।


শূন্যের উপর ভর করে ঢেউয়ের মতো আসে ভাবনাগুলো
নিঃশব্দে প্রবেশ করে মনের জানালা দিয়ে,
আমি এদের ঘ্রাণের সাথে নিবিষ্ট করি গো
তার আগে অবলোকন করি- কে আছে আমার আশে।
কিন্তু! তুমি কে গো?
তোমাকে তো জানা হলো না।


হুম!
আরো একটা প্রসঙ্গ আছে গো
কিন্তু বলবো না অতো তাড়াতাড়ি,
তুমি তো দেখি কুশলী ভারি!
শুনছো আর শুনছো
বলছো না তো কিছু,
কি গো! এখনো থাকবে কি অতো উঁচু?
আমি তো গো অতো উঁচুতে উঠতে পারি না।
অনুগ্রহ, একটুখানি নেমে এসে দেখা দাও না!


আরো শুনবে? মন ভরেনি?
দিঘির নীল জলে ভাসা শৈবালে আমার বাস
স্বপ্ন, ভাবনা আর ইচ্ছেতে জীবনধারণ করি বেশ।
দিগন্ত আমার প্রাণ, পড়ন্ত আমার মৃত্যু,
অঙ্গরূহ আমার বাহন আর অশুভ আমার শত্রু।
কিন্তু! কি দূরকল্পনা!
তোমাকে তো জানা হলো না।


না, আর বলবো না;
না, না, না!
হুম, অভিমান-ই।
থাক! তোমাকে আর প্রকাশ দেবো না;
কিন্তু! সত্যি কি দূরকল্পনা!
তোমাকে তো আর জানা-ই হলো না।