যে দিন আমি তোমায় খুব কাছ থেকে দেখি,
সে দিন থেকে জানলাম তুমি বেজায় হাসি-খুশি।
দুর্বলতা ছিল আমার তোমার ঐ হাসিতে,
তাইতো আমি পড়লাম প্রেম রশিরই ফাঁসিতে।


তোমার হাসি এতই মিষ্টি বলব কি আর তোমায়,
মরে যাই, এই হাসিমুখে যখন ডাক তুমি আমায়।
সব কিছু ছাড়তে পারি, শুধু তোমায় পারি না,
পাগল করেছে বুঝি আমায় তোমার ঐ অদ্ভুত হাসিটা।


অনেক মেয়ের হাসি আমি দেখেছি এই বয়সে,
তবে কেন তোমার হাসি পারি নাগো ভুলতে।
জীবনটাতো শেষ ছিল ‌''এন'' অক্ষরের প্রান্তে,
তুমিই বুঝি আশা দিলে অবশেষে বাঁচতে।


কথা দাও, কখনো এই হাসি মুছবে নাকো তুমি,
সারা জীবন বাজবে হয়ে আমার মনের বাঁশি।
যদি তুমি কখনো আবার মুড়িয়ে নাও এই হাসি,
বুঝবে তখন, আমি সব ছেড়ে চলে গেছি বুঝি।


                     রচনাকালঃ ০৯ এপ্রিল, ১৯৯৯ খ্রিঃ।