তুমি নেই কিছু নেই
যেন স্তব্ধ আশপাশ,
তুমি আছ সবই আছে
পরিপূর্ণ চারপাশ।


তুমি নেই কিছু নেই
বিমূর্ত এক প্রকৃতি,
তুমি আছ সবই আছে
ঝলমলে নিয়তি।


তুমি নেই কিছু নেই
এই আমি- আমি নই,
তুমি আছ সবই আছে
তাই শতপূর্ণ হয়ে রই।


    রচনাকালঃ ১৭ এপ্রিল, ২০০২ খ্রিঃ।