তুমি কি চাও আমার কাছে
                           তা জানি না,
তবে ভালবাসা ছাড়া কিছুই
                      দিতে পারবো না।


আমি শ্রাবণের জলসা নই
যে তোমাকে বৃষ্টিতে ভেজাবো
আমি বসন্তও নই
যে তোমাকে রূপে রূপে অপরূপা
                            করে দেব।


আমি অরণ্যও নই
কিছু সৌন্দর্য দেবো এমন,
আমি পাহাড়ের চূড়াও নই
প্রতিধ্বনি দিতে পারি যেমন।
আমি শুধুই দিতে পারি-
                         একটা হৃদয়
যে হৃদয়ে আছে ভালবাসা
                যার সবটাই অক্ষয়।


তুমি যদি কৃষ্ণচূড়া হও
তাহলে আমি পথিক হতে পারি,
আর যদি আকাশ হও
তাহলেই মেঘ হতে পারি।
তুমি কিছুই চাইবে না
              এ আশা আমি করি না,
তুমি চাইবে না বলে কিছুই দেবো না
                         তা হবে না।


যদি তুমি শীতের সকাল হয়ে
                      আসতে পারো
তবে আমি শিশির হয়ে
তোমার গায়ে জড়িয়ে থাকতে পারি,
আর যদি তুমি পূর্ণিমার রাত হয়ে
                      আসতে পারো
তাহলেই আমি চাঁদ হয়ে তোমায়
                   ছুঁয়ে দিতে পারি।


যদি কিছুই দিতে-নিতে না পারি
কষ্ট পেয়ো না তুমি,
একদিন দেখো ভালবাসা নেবো
                ভালবাসা দেবো
                সুখ দেবো আমি।


রচনাকালঃ ২১ এপ্রিল, ২০০০খ্রিঃ।