বিবেককে ঘটিয়ে মৃত্যু
তুমি যে আবেগ আনো,
সে আবেগ কষ্টের অন্তঃসত্ত্বা
তুমি কী তা জানো?
উদয়ের পথে বিবেকের শ্মশান
দেখা যায় না আলো,
আবেগকে লুকিয়ে তবে
বিবেকের দীপ জ্বালো।
ধূসর স্বপন আলবেলিয়ে
নষ্ট জীবন মুছে দাও,
নয়া উদয়ের ঊষালগ্নে
কনক কী দেখিতে পাও?
হ্রস্ব হ্রস্ব শ্বাস তোমার
দীর্ঘশ্বাসের আদি,
সরাও বিগত আদৃত আগত
উমেদ তোমার প্রতি।