মাঝে মাঝে ডুবে যাচ্ছি কবিতায়,
পা থেকে মাথা টলমল করলেও,
পড়ছিনা।
তোমার ভালোবাসার আদরে পুরে গেলেও,
রেশ থাকলেও,
জ্বলছিনা।দাগ থাকবে
তাও জেনোও দমছিনা।
বর্ষাকালে মশার কামড় খাচ্ছি,
বুঝতে পারছি, বিষাক্ত রক্ত ছড়াতে শুরু করেছে ধমনীতে।
তাও জেনো, ভয় পাচ্ছিনা।
সিনথেটিক জামা পড়ে দেখি  বৃষ্টির কোলে
সূয্যিমামা আদর খাচ্ছে,
তাতেও রাগ হচ্ছেনা।
ফুচকা, কচুরি, জিলিপি নিয়ে বাঁচছে আমার শহর কোলকাতা,
আমি খাচ্ছি উদয়াস্ত মুচমুচে সব কবিতা।


কবি শক্তি র লেখা আমার খুব ভালো লাগার একটি কবিতা কে আমি দিলাম