ইচ্ছা হয় লেবু পাতার গন্ধে অব্শ
হয়ে শুয়ে থাকি,
গোড়ালি ডোবা নীল নদীর নীচে।
উপরে জেগে থাকুক মানব জন্ম আমার ,
আমড়া পাতায় মোড়া।
ছোট ছোট মাছ,ব্যাঙাচিরা,
খুনসুটি করে যাক চোখের তারায়।
কানে চলতে থাকুক,
ফিসফাস মাছপরী দের গল্প।
সন্ধে হলে পাহাড় জুড়ে ,
জোনাকি জ্বলুক ঝিঁ ঝিঁ পোকার প্রিয় বন্ধু।
সবাই কে ঠিক চিনে নেওয়া যাবে,
তারা দের ঠিকানায় চিঠি লেখা ছিল।
কি হবে যদি কেউ না চিনতে পারে?
তাপ ছিলোনা,অনেক দিন পাপ ছিলোনা
পদ্ম পাতা শুকিয়ে কাঠ।
হাজার কথাতেও কেনা গেলো না উত্তর,
মাথায় মুকুট পড়ে হেসেই খুন ব্যাঙ রাজপুত্তর।