হাতপাখা টা লাগিয়ে পীঠে হয়েই যাবো কবিতা
লোডশেডিং হোলে কি করবে বু্ঝে নিও তুমি-তা।


চোখের নীচে রেলগাড়ি টা সাপের মতো বাঁকবে
ঠাকুর ঘরের আলপনা টা ড্রয়িং খাতায় জাগবে।


নীল-নদের ধারে সাগর বেচবো ফ্রী তে মনের কোণ-টা
জীবন টা আজ তুমিই রেঁধো মাথায় টেনে ঘোমটা।


তেল চকচকে কালো ঘোড়ায় শীতকাল টা কাটাবো
তুমি থাকবে লেপের তলায় খামোখা কেন চটাবো।


আলাদীনের মনের মাদুর একদিন চুরি করবোই
গ্যাস লাইটার তুমি জ্বেলো,আমি আগুন ধরবোই।